মন্ত্রী-বিধায়কদের ৩০ হাজার টাকা ভাতা বৃদ্ধি, মমতার বাড়লো চারগুন

Spread the love

রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের ৩০ হাজার টাকা ভাতা বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার বিধানসভায় এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে নিজের বেতন বাড়ালো প্রায় চারগুন ৷ তবে মুখ্যমন্ত্রীর এমন ঘোষণায় বিরোধী বিধায়করাও অত্যন্ত খুশি।

শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, মন্ত্রীরা এতদিন দৈনিক যে ২ হাজার টাকা ভাতা পেতেন তা বাড়িয়ে তিন হাজার টাকা করা হবে অর্থাৎ মন্ত্রীদের মাসিক ভাতা তিরিশ হাজার টাকা বেড়ে দাঁড়াবে নব্বই হাজার টাকা। একই ভাবে বিধায়কদের দৈনিক ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হবে ২ হাজার টাকা অর্থাৎ বিধায়কদের মাসিক ভাতা তিরিশ হাজার টাকা থেকে বেড়ে হবে ষাট হাজার টাকা।

বাংলায় মুখ্যমন্ত্রীর মূল বেতন ২৭ হাজার ১ টাকা। সেই সঙ্গে এ বার থেকে তিনি ভাতা হিসাবে ৯০ হাজার টাকা পাবেন। ফলে মোটামুটি ভাবে মুখ্যমন্ত্রীর বেতন হবে ১ লক্ষ ১৭ হাজার ১ টাকা। পূর্ণ মন্ত্রীরা বেতন ও ভাতা মিলিয়ে পাবেন ১ লক্ষ ১২ হাজার টাকা। প্রতিমন্ত্রীরা বেতন ও ভাতা মিলিয়ে পাবেন ১ লক্ষ ১১ হাজার ন’শো টাকা এবং বিধায়করা বেতন ও ভাতা মিলিয়ে পাবেন মোট ৮১ হাজার ৮৭০ টাকা।

তবে কবে থেকে বর্ধিত ভাতা দেওয়া হবে তা মুখ্যমন্ত্রী এ দিন স্পষ্ট করেননি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*