বিধানসভায় কেন্দ্রীয় কৃষি আইন বিরোধী প্রস্তাব পাশ হল ৷ এইসঙ্গে দাবি করা হল, কেন্দ্রের নতুন তিনটি কৃষি আইন বাতিল করতে হবে ৷
বৃহস্পতিবার কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের প্রস্তাব রাখেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ প্রস্তাবের পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হয় কেন্দ্রের বিজেপি সরকার নতুন কৃষি আইন বাতিল করুক অথবা ক্ষমতা থেকে সরে যাক ৷ কংগ্রেস ও সিপিআই(এম) শাসকদল তৃণমূলের কৃষি আইন বিরোধী প্রস্তাব সমর্থন করলেও রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের অভিযোগ, একই ধরনের আইন প্রণয়ন করেছে তারাও, সেটিকে বাতিল করতে হবে তৃণমূল সরকারকে ৷
বিজেপি বিধায়করা কৃষি আইন বিরোধী প্রস্তাবের বিরুদ্ধে সরব হন ৷ জয় শ্রীরাম স্লোগান তুলে বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন তাঁরা ৷
Be the first to comment