বিধানসভায় পাস হলো গণপ্রহার রোধ বিল ২০১৯

Spread the love

বিধানসভায় পাস হল দা ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অফ লিনচিং বিল ২০১৯ বা গণপ্রহার রোধ বিল। এই বিল অনুযায়ী, গণপ্রহারে কারোর মৃত্যু হলে, দোষী ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক থেকে পাঁচ লাখ টাকা জরিমানার সাজা দেওয়া হবে। এছাড়াও গণপ্রহারে কেউ আহত হলে, দোষী ব্যক্তির সর্বোচ্চ তিন বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা পর্যন্ত জরিমানা নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন জায়গায় গণপ্রহারের ঘটনা ঘটেই চলেছে। এই অপ্রীতিকর ঘটনা রোধ করতে সুপ্রিম কোর্ট সব রাজ্যকে কড়া আইন পাশের জন্য সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতে বিধানসভায় শুক্রবার দা ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অফ লিনচিং বিল ২০১৯ বা গণপ্রহার রোধ বিল পেশ হয়। আজ বিধানসভায় বিলটি পাস হয়।

নতুন আইন রাজ্যে দ্রুত লাগু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিলটিতে প্রযুক্তিগত কিছু ত্রুটি রয়েছে বলে অভিযোগ করেন সিপিআই(এম) বিধায়ক সুজন চক্রবর্তী এবং কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান। সূত্রের খবর, এই বিলে নির্ধারিত নির্দেশ অনুযায়ী, এই ধরনের অপরাধ রোধে বিভিন্ন জেলায় এবং পুলিশ কমিশনারের অধীনে তৈরি হবে টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্স মূলত নজরদারির কাজ করবে। এধরনের আইন দেশের মধ্যে একমাত্র মণিপুরে লাগু ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*