রাজস্থানে বিজেপির হার নিয়ে দ্বিমত নেই। ছত্তিশগড়েও হারজিতের ব্যবধান হবে সামান্য। তবে বিজেপি-কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই মধ্যপ্রদেশে। পাল্লভারি উভয়ের দিকেই। ফলে ত্রিশঙ্কুর সম্ভাবনা মধ্যপ্রদেশে। আর তেলঙ্গানায় এগিয়ে টিআরএস। মিজোরাম নিয়ে এখনও সেভাবে কিছু জানা যায়নি। এমনটাই বলছে বিভিন্ন সংবাদমাধ্যমের বুথ ফেরত সমীক্ষার ফলাফল। উল্লেখ্য, সদ্য শেষ হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভার ভোট। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যম নেমে পড়েছে বুথ ফেরত সমীক্ষায়। যদিও অনেক সময়ই বুথ ফেরত সমীক্ষার ফলাফলের সঙ্গে বাস্তবের ফলাফল মেলে না। তবে ভোটের হাওয়ার আগাম গতিপ্রকৃতি বুঝতে সাহায্য করে। প্রথমেই আসা যাক রাজস্থানের কথায়। মোট আসন ১৯৯টি। সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজন ১০০টি আসন।ইন্ডিয়া টুডে ও অক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ৫৫ থেকে ৭২টি আসন। কংগ্রেস জোট ১১৯ থেকে ১৪১। এবং অন্যান্যরা ৪ থেকে ১১টি। আবার টাইমস নাউ-সিএনএক্সের সমীক্ষা বলছে, বিজেপি পাবে ৮৫টি আসন। কংগ্রেস জোট পাচ্ছে ১০৫টি। বিএসপি ২টি। অন্যান্যরা ৭টি। সবমিলিয়ে রাজস্থানে এগিয়ে কংগ্রেস। এবার আস যাক ছত্তিশগড়ে। মোট আসন ৯০টি। সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪৬টি আসন।টাইমস নাউ-সিএনএক্সের সমীক্ষা বলছে ৪৬টি বিজেপি, ৩৫টি কংগ্রেস, বিএসপি ৭ ও অন্যন্যরা ২টি। রিপাব্লিক টিভি ও সি ভোটার সমীক্ষা অনুযায়ী, ৩৫ থেকে ৪৩টি আসন আসতে চলেছে বিজেপির ঝুলিতে। কংগ্রেস ৪০ থেকে ৫০টি। মায়াবতীর বসপা ৩ থেকে ৭টি। নিউজ নেশনের সমীক্ষা অনুযায়ী ৩৮ থেকে ৪২টি বিজেপি, ৪০ থেকে ৪৪ টি আসন পাবে কংগ্রেস। সেখানে বসপা ৪ থেকে ৮টি ও অন্যান্যরা বড়জোর ৪টি। ইন্ডিয়া টিভির বুথ ফেরত সমীক্ষা বলছে, ৪২ থেকে ৫০টা পাবে বিজেপি। ৩২ থেকে ৩৮টি আসন পেতে পারে কংগ্রেস। বসপা পাবে ৬ থেকে ৮টি। অন্যান্যরা ১ থেকে ৩টি। সবমিলিয়ে, বিজেপি কিংবা কংগ্রেস উভয়েরই জেতার সম্ভাবনা ফিফটি-ফিফটি। মধ্যপ্রদেশে সমান সমানে টেক্কা দিচ্ছে বিজেপি, কংগ্রেস দু’দলই। মোট আসন ২৩০টি। সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৬টি আসন। রিপাব্লিক টিভি ও জণ কি বাতেরে সমীক্ষা বলছে, ১০৮ থেকে ১২৮টি আসন পাবে বিজেপি। সেখানে কংগ্রেস ৯৫ থেকে ১১৫। বসপা শূন্য। অন্যান্যরা ৭টি। আবার, টাইমস নাউ-সিএনএক্সের বুথ ফেরত পর্যালোচনা বলছে, বিজেপি ১২৬, কংগ্রেস ৮৯, বসপা ৭টি। ইন্ডিয়া নিউজ (এমপি) ও নেতার সমীক্ষা অনুযায়ী বিজেপি ১০৬, কংগ্রেস ১১২, বসপা শূন্য অন্যান্য দলগুলি ১২টি। ইন্ডিয়া টুডে ও অক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষার ফলাফল, বিজেপির আসন থাকছে ১০২ থেকে ১২০টির মধ্যে। আবার কংগ্রেস পেতে পারে ১০৪ থেকে ১২২টি আসন। বসপা ১ থেকে ৩ ও অন্যান্যরা ৩ থেকে ৮টি। সবমিলিয়ে ত্রিশঙ্কর দিকে গড়াতে পারে পরিস্থিতি। আর তেলঙ্গানায় ধারেভারে অনেকটাই এগিয়ে চন্দ্রশেখর রাওয়ের টিআরএস। এমনটাই বলছে টাইমস নাউ-সিএনএক্সের বুথ ফেরত সমীক্ষা। মোট আসন ১১৯টি। সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬০টি আসন।সেখানে টিআরসের ঝুলিতে আসতে পারে ৬৬টি আসন। কংগ্রেস-টিডিপি জোট ৩৭, বিজেপি ৭ ও অন্যান্যরা পাবে ৯টি।
Be the first to comment