বিধানসভায় খারিজ মুলতুবি প্রস্তাব, বিজেপি বিধায়কদের হই হট্টগোলে সরগরম বিধানসভা

Spread the love

রাজ্য বিধানসভায় বিজেপি বিধায়কদের একের পর এক মুলতুবি প্রস্তাব। স্পিকার প্রস্তাব খারিজ করতেই হৈ হট্টগোল। মঙ্গলবারও বিধানসভার অধিবেশনে একই নাটক অব্যাহত।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে সাবিত্রী মিত্রের ‘বিতর্কিত’ মন্তব্যের প্রতিবাদে রাজ্য বিধানসভায় আনা বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।এরপরই বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেন। অধিবেশন চলাকালীন বিজেপির আনা এই মুলতুবি প্রস্তাব রাজ্যের বিষয় নয় বলে খারিজ করে দেন অধ্যক্ষ। এরপরই অধ্যক্ষের সঙ্গে তুমুল বচসা বাধে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। অধিবেশন চলাকালীনই কক্ষের ভেতরে হৈ হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা।

এই ঘটনায় সাবিত্রী মিত্র বলন, ‘‘ভারতের সংস্কৃতিকে মাথায় রেখে বলেছি। বিরোধী দলনেতা আমাকে ভুল উদ্ধৃত করে টুইট করেছেন।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*