২৬ নভেম্বর শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন

Spread the love

শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। আগামী ২৬ নভেম্বর থেকে অধিবেশন শুরু হবে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। যদিও রাজ্যপালের সমন এখনও বিধানসভায় আসেনি। সাংবিধানিক প্রথা অনুযায়ী বিধানসভার অধিবেশনের জন্য রাজ্যপাল সমন জারি করেন।

চলতি বছরে বিধানসভার অধিবেশন অল্প দিন হওয়ায় বারবার বিরোধীরা অভিযোগ জানিয়ে আসছিল। সূত্রের খবর, প্রয়োজনীয় কার্যবিবরণী না থাকায় বিধানসভার অধিবেশন শুরু করা যাচ্ছিল না। এখনও পর্যন্ত বিধানসভার সচিবালয়ের পক্ষ থেকে আসন্ন অধিবেশনে কার্যবিবরণী নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। সূত্রের খবর, সিভিক ভলান্টিয়ারদের আরও বেশি সুযোগ-সুবিধা বাড়ানো সহ স্থায়ীকরণের বিষয়টি নিয়ে একটি বিল আসতে পারে ৷ এছাড়াও দশটির মতো নতুন এবং সংশোধনী বিল আসতে পারে আসন্ন শীতকালীন অধিবেশনে ৷

আসন্ন শীতকালীন অধিবেশন সরগরম হয়ে উঠতে পারে বিরোধীদের প্রতিবাদে। রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধিবেশনে শাসক দলকে আক্রমণ করবে বাম এবং কংগ্রেস। অন্যদিকে বুলবুল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় কেন্দ্রীয় সাহায্য পর্যাপ্তভাবে না পাওয়ায় বিজেপির প্রতি ক্ষোভ উগরে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, প্রদেশ কংগ্রেসের রাজ্য সদর অফিসে বিজেপি কর্মীদের আক্রমণের বিরুদ্ধে সরব হবেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*