কবিতা- ‘আস্তাকুঁড়’

Spread the love
জুলি লাহিড়ী,
আরে ছি ছি রাম রাম, শুনি একি কাণ্ড
ভাগাড়ের মরা নিয়ে হাওয়া প্রকান্ড ।
ছোটো বড়ো রেস্তোরায়, হচ্ছে কষিয়ে তা রান্না
দেখে শুনে সে খবর, রাম জুড়ে দিল কান্না ।
মা তারে শুধায় ডেকে, বাবা কেন কাঁদছিস
সারাদিন চুপচাপ বসে কি যে ভাবছিস ?
সেই কথা শুনে রাম,মাকে বলে জড়িয়ে
“কালই রেস্তোরায় পেট এলাম ভরিয়ে ।”
কুকুর, বিড়াল ছানা ,কি যে গেলো পেটেতে
দারুন বিরিয়ানি, খেলাম চেটে প্লেটেতে ।
এখন যে মা গুলোয় গা, ভাবছি “কি যে করি ?”
“হঠাৎ উলটি করে,আজ রাতে যদি মরি”
তবে মাগো দেহ খানা,দিও ভালো করে পুড়িয়ে
অবশিষ্ট থেকে যায় যদি, নিয়ে যাবে কুড়িয়ে ।
কাবাব, ভর্তা, বিরিয়ানি কি করবে জানিনে
রেস্তোরায় খেয়ে জীবন দিতে হবে ভাবিনে ।
‘শোন খোকা, চেটেপুটে শেষ করেছিস খাবার সে
আর কিছু হবেনা রাত হয়ে গেছে কাবার যে ।
হাওয়া যখন থামবে ,আবার খেতে যাবি মাংস
ভাগার বা আস্তাকুঁড় খাবার লোভ হবে কি ধ্বংস ?
দিন, মাস, কাটবে সাল থেমে যাবে সব দ্বন্দ্ব
রমরমিয়ে, চলবে আবার কিছু হবে না বন্ধ।। ‘

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*