করোনা আক্রান্ত হয়ে প্রয়াত বিশিষ্ট জ্যোতিষী বেজন দারুওয়ালা। গতকালই অহমদাবাদের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন দেশের অন্যতম জনপ্রিয় এই জ্যোতিষী। তাঁকে ICU-তে রাখা হয়েছিল। নিয়মিত পর্যবেক্ষণ করছিলেন চিকিৎসকরাও। তবে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তারকা-জ্যোতিষী।
তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে টুইট করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী। জন্ম মুম্বইয়ে হলেও দীর্ঘ সময় গুজরাতেই কাটিয়েছিলেন দারুওয়ালা। সেই সূত্রে ঘনিষ্ঠতা ছিল রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও।
হাসপাতালে ভর্তির পর থেকেই জনপ্রিয় জ্যোতিষীর সুস্থতা কামনা করে পোস্ট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। জ্যোতিষী হিসেবে খ্যাতি কম ছিল না বেজন দারুওয়ালার। মোরারজি দেশাই, অটল বিহারী বাজপেয়ী থেকে নরেন্দ্র মোদীর মতো একাধিক প্রধানমন্ত্রীর নির্বাচনে জয় নিয়ে আগাম ভবিষ্যৎবাণী করেছিলেন তারকা জ্যোতিষী। এছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যা, সনিয়া গান্ধীর দুর্ঘটনা এবং ভোপাল গ্যাস-দুর্ঘটনাও আগাম জানিয়েছিলেন দারুওয়ালা।
Be the first to comment