নিউজিল্যান্ডের ত্রি-দেশীয় সিরিজে চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া

Australia's David Warner raises his bat and helmet in celebration after scoring a century (100 runs) during the fifth and final one day international (ODI) cricket match between Sri Lanka and Australia at the Pallekele International Cricket Stadium in Pallekele on September 4, 2016. / AFP / LAKRUWAN WANNIARACHCHI (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)
Spread the love

অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডকে ১৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ান হলো অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ান হওয়ার সাথে সাথে এই প্রথমবার আইসিসি টি-২০ র‌্যাঙ্কিং-য়ের শীর্ষ স্থানটিও দখল করলো তারা। এদিনের ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫০ রান করে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রানে অপরাজিত থাকেন রস টেলর। অস্ট্রেলিয়ান স্পিনার এ্যাস্টন আগার কেরিয়ার বেস্ট পারফরম্যান্স করে ২৭ রানে ৩ উইকেট নেন। জয়ের জন্য ১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া ১৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করার পর বৃষ্টি নামে। এরপরে আর খেলা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৯ রানে জয় পায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করে আউট হন ডি অর্চি শর্ট। এছাড়া অপর ওপেনার অধিনায়ক ডেভিড ওয়ার্নার করেন ২৫। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে অস্ট্রেলিয়া এই ত্রিদেশীয় টি-২০ সিরিজে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সব ক’টিতেই জিতল। এমনকি পাকিস্তানকে সরিয়ে শীর্ষ স্থানটিও দখল করে নিলো তারা।
ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*