
রোজদিন ডেস্ক, কলকাতা:- মহাকুম্ভে যাওয়ার পথে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ১৮ জনের। আহতের সংখ্যা অনেক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নয়াদিল্লি স্টেশনে। ভিড়ের চাপে আহত হয়েছেন অসংখ্য যাত্রী। খোদ রাজধানীর বুকে এমন ঘটনায় প্রশ্নের মুখে রেল।
রেল প্রাণহানির বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করলেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন রাতে কুম্ভে যাওয়ার ট্রেন ধরার উদ্দেশ্যে স্টেশনের ১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে ভিড় উপচে পড়েছিল। ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল প্রয়াগরাজ এক্সপ্রেস। এদিকে, স্বতন্ত্রতা সেনানী এক্সপ্রেস ও ভুবনেশ্বর-রাজধানী এক্সপ্রেস দেরিতে চলায় ওই সময়ই পাশের প্ল্যাটফর্মে এসে পৌঁছায়। তখনই প্ল্যাটফর্মে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি শুরু হয়। পরে গভীর রাতে জানা যায়, পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের। মৃতদের মধ্যে ১১ জন মহিলা এবং ৪ শিশু এবং ৩জন পুরুষ রয়েছেন বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অন্যদিকে, রেলের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।
Be the first to comment