
রোজদিন ডেস্ক, কলকাতা :- কল্যাণী রথতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাস্থলে পড়ে রয়েছে একাধিক ঝলসানো দেহ। বিস্ফোরণে ঝলসে অন্তত ৪ জনের মৃত্যু। বিস্ফোরণস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে কল্যাণী পুরসভার ২০ নম্বর ওর্য়াডের রথতলা এলাকায় একটি বাজি কারখানায় আগুন লাগে। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে তিন মহিলা-সহ এক পুরুষের। আহত আরও এক মহিলার। তাঁকে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে কারখানাটি। কালো ছাইয়ের স্তূপে পরিণত হয়েছে কারখানাটি। এখনও জ্বলছে কারখানাটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ ও দমকল। ঘটনাস্থল থেকে তিনজনের দেহ উদ্ধার করে পুলিশ। উপস্থিত রয়েছেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার-সহ পুলিশের একাধিক আধিকারিকেরা।
তবে, প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, আতসবাজি তৈরির সময় শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তার ফলেই বিস্ফোরণ।
Be the first to comment