পাথরপ্রতিমায় বিধ্বংসী বাজি বিস্ফোরণে মৃত কমপক্ষে ৭ জন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ইদের রাতে পরপর বিস্ফোরণের কেঁপে উঠলো দক্ষিণ ২৪ পরগনার, সুন্দরবন পুলিশ জেলার অন্তর্গত ঢোলাহাট থানার ঘেরি এলাকা। এর কিছুক্ষণ পরেই বিধ্বংসী আগুন গ্রাস করে ফেলে ওই এলাকা।
পুলিশ সূত্রের খবর, সোমবার রাত ৯টা নাগাদ আচমকাই বিকট আওয়াজ শুনতে পায় স্থানীয়রা। তার কিছুক্ষণ পরেই আগুনের বিধ্বংসী লেলিহান শিখা গ্রাস করে ফেলে একটি বাড়িকে। তখন বাড়ির ভিতরে ছিলেন ১০ থেকে ১২ জন সদস্য। এই বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ফলে ৪ থেকে ৫ সদস্যের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বাদ বাকিরা গুরুতর জখম বলেই মনে করা হচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী এবং দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। সূত্রের খবর, বাড়িটি গলির ভিতরে হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে পুলিশ এবং দমকল বাহিনীকে।
যদিও কি কারণে এই বিস্ফোরণ অগ্নিকাণ্ড তা এখনও জানা না গেলেও। প্রাথমিকভাবে পুলিশের অনুমান বাড়ির সিলিন্ডার ফেটেই এই ঘটনা।
যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, বাড়িতে বাসন্তী পূজা উপলক্ষে বাজি তৈরির জন্য প্রচুর বাজির মশলা মজুদ করা হয়েছিল। সেইখান থেকেই এই বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড।
ঘটনাস্থলে এসে পৌঁছান স্থানীয় বিধায়ক সমীর কুমার জানা। তিনি জানান, ‘বাজি তৈরি করার সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে। এরপরই গোটা বাড়িটিকে আগুন গ্রাস করে। এরফলে বাড়ির ভিতরে ৩ শিশু-সহ ৭ জন মৃত্যু ঘটেছে। আরো বেশি কয়েকজন গুরুতর জখম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*