
রোজদিন ডেস্ক, কলকাতা:-ফের এলোপাথাড়ি বাসের ধাক্কায় আহত মানুষ। বিদ্যাসাগর সেতুতে শহরের ব্যস্ত সময়ে ভয়াবহ পথ-দুর্ঘটনা। মঙ্গলবার সকালে ব্রেক ফেল করে সেতুর উপরেই একের পর এক গাড়িতে ধাক্কা প্রাইভেট বাসের। আর তাতেই গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া চিকিৎসার জন্য। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।এদিন সকালে ধূলাগড়-নিউটাউন রুটের বাস ঝড়ের গতিতে আসছিল।সেই সময়ই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর একে একে ধাক্কা মারে দু-একটি প্রাইভেট গাড়ি এবং তারপর আরও একটি ‘ছোট হাতি’ গাড়ির পিছনে। নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় ব্রিজের উপরেই উল্টে যায় সেই ছোট মালবাহী গাড়ি।বাসের একাধিক যাত্রী-সহ প্রাইভেট গাড়িরও বেশ কয়েকজন যাত্রী দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এদিন দুর্ঘটনার পরেই ব্যাপক যানজট হয় ব্রিজের উপরে। যদিও কিছুক্ষণের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
Be the first to comment