অনিবার্য কারণে সূচিতে পরিবর্তন, কলকাতায় নিয়ে আসা হবে না অটল বিহারী বাজপেয়ীর চিতাভস্ম

Spread the love
জনজোয়ারে ভেসে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শুক্রবার দিল্লির রাষ্ট্রীয় স্মৃতিস্থলে শেষকৃত্য সম্পন্ন হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর। শনিবার রাজ্য বিজেপি নেতারা জানিয়েছিলেন রবিবার প্রাক্তন প্রধানমন্ত্রীর চিতাভস্ম আনা হবে কলকাতায় এবং সোমবার তা ভাসানো হবে গঙ্গাসাগরে। কিন্তু রবিবার বিজেপি নেতারা জানিয়ে দিলেন অনিবার্য কারণে সেই সূচিতে পরিবর্তন করা হয়েছে।
গেরুয়া শিবিরের নেতারা জানিয়েছেন, মঙ্গলবার বাংলার নেতারা রওনা দেবেন দিল্লির উদ্দেশে। বুধবার আনা হবে বাজপেয়ীর অস্থিভস্ম। বুধবার সারা দিন বিজেপির রাজ্য দফতর মূরলীধর সেন লেনে রাখা থাকবে প্রয়াত প্রধানমন্ত্রীর চিতাভস্ম। সেখানে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার গঙ্গা এবং বঙ্গোপসাগরের মোহনায় ভাসানো হবে ওই চিতাভস্ম।
শুধু গঙ্গাসাগরে নয়, রবিবার বাজপেয়ীর চিতাভস্ম ভাসানো হবে হরিদ্বার থেকে শুরু করে উত্তরপ্রদেশে গঙ্গার সব বড় ঘাটে। সেই সঙ্গে উত্তরপ্রদেশে যত নদী আছে সেখানেও ভাসানো হবে চিতাভস্ম। তা ছাড়া মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ডের বিজেপি নেতৃত্বও তাঁদের রাজ্যে চিতাভস্মের কলস নিয়ে যাচ্ছেন। স্থানীয় নদীতে তাঁরা তা ভাসিয়ে দেবেন।
অতীতে রাজীব গান্ধীর মৃত্যুর পরেও এমনই আবেগ ঝরে পড়েছিল গোটা দেশ জুড়ে। রাজীবের চিতাভস্ম বাংলাতেও আনা হয়েছিল। তার পর তা গঙ্গাসাগরে ভাসিয়ে দেওয়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*