তারিখ বিভ্রাটের জেরে বুস্টার ডোজ পেলেন না অতীন ঘোষ

Spread the love

তারিখ বিভ্রাটের জেরে করোনার টিকার বুস্টার ডোজ না নিয়েই ফিরতে হল কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষকে। আজ অতীন ঘোষ নিজের ১১নং ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে যান বুস্টার ডোজ নিতে ৷ কিন্তু, ডেপুটি মেয়রের দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৩৯ সপ্তাহ অর্থাৎ, ২৭৩ দিন অতিক্রান্ত হয়নি ৷ ফলে তিনি বুস্টার ডোজ পাবেন না বলে জানিয়ে দেন স্বাস্থ্যকেন্দ্রের নাম নথিভুক্ত করার দায়িত্বে থাকা কর্মীরা ৷ মাত্র তিনদিনের ব্যবধানের জেরে তিনি টিকার বুস্টার ডোজ নিতে পারলেন না ৷

প্রসঙ্গত, যে সকল যোগ্য গ্রাহকরা ১৩ এপ্রিলের মধ্যে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাঁরাই আজ বুস্টার ডোজ নিতে পারবেন ৷ কিন্তু, অতীন ঘোষ নিজের দ্বিতীয় ডোজের তারিখ মনে রাখতে ভুল করেছিলেন ৷ তিনি ভেবেছিলেন ১০ এপ্রিল দ্বিতীয় ডোজ নিয়েছিলেন ৷ কিন্তু, স্বাস্থ্যকেন্দ্রে কো-উইনের রেজিস্ট্রেশনে দেখা যায়, অতীন ঘোষ দ্বিতীয় ডোজ নিয়েছিলেন ১৬ এপ্রিল ৷ ফলে তাঁকে টিকার বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু করেও তা থামিয়ে দেন উপস্থিত স্বাস্থ্যকর্মী ৷

অতীন ঘোষ জানিয়েছেন, আগামী ৩ দিনের মধ্যে বুস্টার ডোজ গ্রাহকদের তালিকায় চলে আসবেন তিনি ৷ তার পর তিনি বুস্টার ডোজ নেবেন ৷ আর এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের বিরোধী দলকে নিশানা করেন অতীন ৷ বলেন, ‘‘বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে টিকা নিয়ে প্রভাব খাটানোর অভিযোগ করে ৷ আজকের এই ঘটনা প্রমাণ করে দিয়েছে, বিরোধীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ৷ নিয়মের বাইরে বেরিয়ে কেউ টিকাকরণকে প্রভাবিত করতে পারেন না ৷ আমি স্বাস্থ্য বিভাগের দায়িত্বে, তাও আজ আমাকে ফিরে যেতে হচ্ছে ৷’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*