তারিখ বিভ্রাটের জেরে করোনার টিকার বুস্টার ডোজ না নিয়েই ফিরতে হল কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষকে। আজ অতীন ঘোষ নিজের ১১নং ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে যান বুস্টার ডোজ নিতে ৷ কিন্তু, ডেপুটি মেয়রের দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৩৯ সপ্তাহ অর্থাৎ, ২৭৩ দিন অতিক্রান্ত হয়নি ৷ ফলে তিনি বুস্টার ডোজ পাবেন না বলে জানিয়ে দেন স্বাস্থ্যকেন্দ্রের নাম নথিভুক্ত করার দায়িত্বে থাকা কর্মীরা ৷ মাত্র তিনদিনের ব্যবধানের জেরে তিনি টিকার বুস্টার ডোজ নিতে পারলেন না ৷
প্রসঙ্গত, যে সকল যোগ্য গ্রাহকরা ১৩ এপ্রিলের মধ্যে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাঁরাই আজ বুস্টার ডোজ নিতে পারবেন ৷ কিন্তু, অতীন ঘোষ নিজের দ্বিতীয় ডোজের তারিখ মনে রাখতে ভুল করেছিলেন ৷ তিনি ভেবেছিলেন ১০ এপ্রিল দ্বিতীয় ডোজ নিয়েছিলেন ৷ কিন্তু, স্বাস্থ্যকেন্দ্রে কো-উইনের রেজিস্ট্রেশনে দেখা যায়, অতীন ঘোষ দ্বিতীয় ডোজ নিয়েছিলেন ১৬ এপ্রিল ৷ ফলে তাঁকে টিকার বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু করেও তা থামিয়ে দেন উপস্থিত স্বাস্থ্যকর্মী ৷
অতীন ঘোষ জানিয়েছেন, আগামী ৩ দিনের মধ্যে বুস্টার ডোজ গ্রাহকদের তালিকায় চলে আসবেন তিনি ৷ তার পর তিনি বুস্টার ডোজ নেবেন ৷ আর এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের বিরোধী দলকে নিশানা করেন অতীন ৷ বলেন, ‘‘বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে টিকা নিয়ে প্রভাব খাটানোর অভিযোগ করে ৷ আজকের এই ঘটনা প্রমাণ করে দিয়েছে, বিরোধীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ৷ নিয়মের বাইরে বেরিয়ে কেউ টিকাকরণকে প্রভাবিত করতে পারেন না ৷ আমি স্বাস্থ্য বিভাগের দায়িত্বে, তাও আজ আমাকে ফিরে যেতে হচ্ছে ৷’’
Be the first to comment