
রোজদিন ডেস্ক, কলকাতা:- কলকাতা পুরসভায় বাজেট অধিবেশনে আসার সময় দূর্ঘটনার কবলে পড়লেন রাজ্যের বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ।
সোমবার সকাল সাড়ে ১১ টা নাগাদ কলকাতা পুরসভায় বাজেট অধিবেশনে যোগ দিতে আসার সময় এস এন ব্যানার্জি রোডে তালতলা ক্রসিংয়ের কাছে একটি সরকারি বাসের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়লেন কলকাতা পৌরসভার উপ-মহানগরিক অতীন ঘোষ। যদিও অল্পের জন্য রক্ষা পান কলকাতা পুরসভার ডেপুটি মেয়র।
পুলিশ সূত্রের খবর, শিয়ালদহ থেকে ধর্মতলাগামী একটি সরকারি বাস বেপরোয়া ভাবে ছুটে আসছিল, আর সেই সময়ই বিধায়কের গাড়িটি তালতলা ক্রসিং থেকে বেরোছিল সেই সময়ই ওই বেপরোয়া গতিতে ছুটে আসা বাসটি অতীন ঘোষের গাড়ির বাম দিকে ধাক্কা মারে। এর ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটির বাঁদিকের বনেটটি।
জানা যাচ্ছে, গাড়ির বাম দিকেই বসেছিলেন উপ-মহানাগরিক। ইতিমধ্যেই ওই বাসটিকে আটক করেছে তালতলা থানা।
Be the first to comment