দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিলেন অতীশী মারলেনা,জমা দিলেন তাঁর পদত্যাগ পত্র..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ২০২৫ সালের দিল্লী বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির পরাজয়ের পর, দিল্লীর মুখ্যমন্ত্রী অতীশী মারলেনা আজ লেফটেন্যান্ট গভর্নর ভিকে-এর সাথে দেখা করার পর তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। গত বছরের ২১ সেপ্টেম্বর অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর তিনি দিল্লীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।তবে, তার মেয়াদ মাত্র সাড়ে চার মাস স্থায়ী হয়েছিল। অতীশী দিল্লীর তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হন। তার আগে, প্রয়াত বিজেপি নেত্রী সুষমা স্বরাজ এবং প্রয়াত কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত, যিনি ১৫ বছর ধরে দিল্লী শাসন করেছিলেন, তারাও দিল্লীর মুখ্যমন্ত্রী ছিলেন।

শনিবার ঘোষিত ৭০ আসনের দিল্লী বিধানসভার ফলাফলে, বিজেপি ৪৮টি আসন জিতেছে। যেখানে আম আদমি পার্টি মাত্র ২২টি আসন পেয়েছে, অন্যদিকে কংগ্রেস টানা তৃতীয়বারের মতো তাদের খাতা খুলতে পারেনি।
আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল, যিনি নয়াদিল্লী বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি বিজেপির প্রবেশ ভার্মার কাছে ৪,০৮৯ ভোটে পরাজিত হন। তিনি মোট ৩০,০৮৮ ভোট পেয়েছেন, যেখানে আপ সুপ্রিমো কেজরিওয়াল ২৫,৯৯৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। জঙ্গপুরা বিধানসভা আসনে মনীশ সিসোদিয়া বিজেপির তরবিন্দর সিং মারওয়াহর কাছে মাত্র ৬৭৫ ভোটে হেরেছেন, অন্যদিকে গ্রেটার কৈলাসে মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বিজেপির শিখা রায়ের কাছে ৩,১৮৮ ভোটে পরাজিত হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*