মোহনবাগানের নতুন সহ-সভাপতি সৌমিক বোস

Spread the love

প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের জায়গায় মোহনবাগান ক্লাবের নতুন সহ-সভাপতি হলেন সৌমিক বোস। আগেই সচিব পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন সৃঞ্জয় বোস। শুক্রবার সরে দাঁড়ালেন এটিকে মোহনবাগানের অন্যতম ডিরেক্টরের পদ থেকেও। ফলে সৌমিক বোসকে ক্লাবের নতুন সহ-সভাপতি মনোনীত করার সঙ্গে সঙ্গে এদিন ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা সিদ্ধান্ত নেন, সৃঞ্জয় বোসের জায়গায় দেবাশিস দত্তর সঙ্গে এটিকে মোহনবাগানে ক্লাবের তরফে অন্যতম ডিরেক্টর হবেন সৌমিক বোস।

সচিবের পদ থেকে সৃঞ্জয় বোসের ইস্তফা দেওয়ার পর এদিন কার্যকরী কমিটির মিটিং ডাকা হয় মোহনবাগানে। যেখানে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের জায়গায় নতুন সহ-সভাপতি মনোনয়ন এবং নির্বাচনী কমিটি গঠনও আলোচনার অন্যতম বিষয় ছিল। দুই মন্ত্রী অরূপ রায় এবং মলয় ঘটক ছাড়াও সৌমিক বোস, দেবাশিস দত্ত, বিধায়ক প্রাক্তন ফুটবলার বিদেশ বসু, সত্যজিৎ চট্টোপাধ্যায় সহ কার্যকরী কমিটির মোটামুটি সবাই উপস্থিত ছিলেন এদিনের সভায়।

যেখানে সৃঞ্জয় বোসের পদত্যাগের প্রসঙ্গ উঠতেই সদস্যরা বলেন, “সৃঞ্জয় বোস যেহেতু ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যেতে চেয়েছেন, তাই ওঁর ইচ্ছাকে সম্মান জানানো উচিত।’’ এরপরে আর সৃঞ্জয় বোসের পদত্যাগ নিয়ে খুব একটা আলোচনা হয়নি। একই সঙ্গে জানানো হয়, ক্লাবের প্রতিনিধি হিসেবে এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন।

বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে এদিন খুব বেশি সময় লাগেনি কার্যকরী কমিটির মিটিংয়ে। পরে সৌমিক বোস এবং সত্যজিৎ চট্টোপাধ্যায়কে পাশে বসিয়ে সাংবদিক সম্মেলন দেবাশিস দত্ত বলছিলেন, “সৃঞ্জয় বোসের প্রতি আমাদের সকলের ভালবাসা রয়েছে। কিন্তু উনি যখন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে চেয়েছেন, তখন ওঁর সম্মানে তা রাখা উচিত। তাছাড়া ওঁর ভাই (সৌমিক) অনুরোধ করেছেন, যেহেতু সৃঞ্জয় বোস ব্যক্তিগত কারণ দেখিয়েছেন, তখন এটা নিয়ে বেশি আলোচনা করা ঠিক হবে না। ফলে নির্বাচনের আগে পর্যন্ত সহ-সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় সচিবের দায়িত্ব সামলাবেন।” একই সঙ্গে দেবাশিস দত্ত জানান, ‘‌‘নতুন সহ-সভাপতি সৌমিক বোসের নামও এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদে পাঠানো হচ্ছে।”

আসন্ন ক্লাব নির্বাচনের জন্য এদিন নির্বাচনী বোর্ডের কথাও ঘোষণা করা হয়। যে নির্বাচনী বোর্ডে চেয়ারম্যান হয়েছেন, প্রাক্তন বিচারপতি অসীম রায়। কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট বিশ্বব্রত বসু মল্লিক। প্রাক্তন ফুটবলার শ্যামল বন্দ্যোপাধ্যায়। সিজিএম ফাইনান্স ডিভিসি সৌরেন্দ্র কুমার দত্ত এবং প্রয়াত প্রাক্তন ফুটবলার উমাপতি কুমারের নাতনি সোমা দাস। এদিন কার্যকরী মিটিংয়ের শুরুতে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়, অতীন সেন এবং রামেনের স্ম়ৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*