ATM প্রতারণার অন্যতম অভিযুক্তের ছবি এবার এলো পুলিশের হাতে

Spread the love

ATM প্রতারণার অন্যতম অভিযুক্তের ছবি পুলিশের হাতে । যে ছবি পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে ২ ডিসেম্বর দিল্লির ATM কাউন্টার থেকে টাকা তুলছে ওই প্রতারক । মূলত মুনিরকা মহিপালপুর এবং বসন্ত কুঞ্জ এলাকায় সক্রিয় রয়েছে দলটি ।

যাদবপুরে ATM প্রতারণার অভিযোগ ক্রমেই বাড়ছে । বর্তমানে অভিযোগের সংখ্যা ৩৫। প্রতিটি ক্ষেত্রেই ATM স্ক্যানিংয়ের মাধ্যমে টাকা তোলা হয়েছে বলে সন্দেহ গোয়েন্দাদের । ইতিমধ্যেই এই মামলার তদন্তভার তুলে নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । দিল্লিতে পৌঁছে যায় গোয়েন্দা বিভাগের অ্যান্টি ব্যা ফ্রড শাখার অফিসাররা । কারণ গোয়েন্দারা জানতে পেরেছিলেন দিল্লির নির্দিষ্ট দুই-একটি ATM থেকে তোলা হচ্ছে টাকা । ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে সেই ATM-গুলি । পাওয়া গেছে CCTV ফুটেজ । সেই সূত্র ধরেই উঠে এল এই ছবি ।

শহরে ফের ATM স্কিমিংয়ের আতঙ্কের জেরে ইতিমধ্যেই বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। ঠিক হয়েছে প্রতিদিন নির্দিষ্ট থানা এলাকায় থাকা ATM-গুলিতে বাইক নিয়ে পুলিশের কোনও অফিসার টহল দেবে। পরীক্ষা করবে কোনও ‘স্কিমার’ ATM-এ লাগানো হয়েছে কি না । একইসঙ্গে লালবাজার এবং ব্যাঙ্কের যৌথ দল খতিয়ে দেখবে ATM-র সুরক্ষার বিষয়টি। ইতিমধ্যেই সবকটি ব্যাঙ্কের শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে কথা বলেছে লালবাজারের গোয়েন্দা দপ্তর । ATM-র সুরক্ষায় নির্দিষ্ট কিছু পরামর্শ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*