তিন দিনের সফরে সোমবারই দার্জিলিঙে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সফর ঘিরে গোটা পাহাড়ই কার্যত নিরাপত্তার ঘেরাটোপে মোড়া। কঠিন নিরাপত্তার বেড়াজাল ডিঙিয়ে খাস দার্জিলিঙের ম্যাজিস্ট্রেট কম্পাউন্ডের ভিতরেই এটিএম ভাঙার চেষ্টা করল একদল দুষ্কৃতী।
ম্যাজিস্ট্রেট কম্পাউন্ডের ঘিঞ্জি এলাকায় রয়েছে ওই স্টেট ব্যাঙ্কের এটিএম। পুলিশ জানিয়েছে, এ দিন ভোরের দিকেই এটিএম মেশিন ভাঙার চেষ্টা চালায় দুষ্কৃতীরা। তবে ভল্ট ভেঙে তারা টাকা বার করতে পারেনি বলেই জানিয়েছে পুলিশ। তার আগেই লোকজনের গলার আওয়াজ পেয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় তারা।
টাকা তুলতে গিয়ে এটিএম মেশিন ভাঙা দেখতে পান স্থানীয়েরাই। খবর দেওয়া হয় পুলিশে। দার্জিলিঙে এটিএম ভাঙার ঘটনা এই প্রথম বলেই জানিয়েছে পুলিশ। এর আগে এমন ঘটনা পাহাড়ে ঘটেনি। আর শুধু তাই নয়, এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা হল এমন দিনে যখন খোদ মুখ্যমন্ত্রী রয়েছেন পাহাড়ে।
ঠিক কত জন দুষ্কৃতী এই কাণ্ড ঘটিয়েছে সেটা এখনও সঠিক ভাবে জানতে পারেনি পুলিশ। তবে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সোমবার বিকেলেই বাগডোগরায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সরাসরি গিয়েছেন দার্জিলিং। আজ, মঙ্গলবার জিটিএ-র প্রশাসনিক কাজকর্ম নিয়ে রিচমন্ড হিলে বৈঠক করার কথা তাঁর। বুধবার চৌরাস্তায় শিক্ষক দিবস পালন করার কথা। তার মধ্যেই এমন ঘটনা যথেষ্ট চিন্তায় ফেলে দিয়েছে প্রশাসনকে। দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের জন্য তল্লাশি শুরু হয়েছে।
Be the first to comment