এটিএম-প্রতারণার এক অন্যতম চক্র পুলিশের জালে ধরা পড়লো

Spread the love

ধরা পড়ল এটিএম-প্রতারণার এক অন্যতম চাঁই। ভারত-নেপাল সীমান্ত থেকে অভিযুক্ত নানা-ভাইকো আরুলকে গ্রেফতার করে শুল্ক দফতর। এই নানাই দিল্লিতে বসে চক্রটি পরিচালনা করত৷ বৃহস্পতিবার কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করে৷ এটিএম প্রতারণার ঘটনায় এই নিয়ে মোট আট জনকে গ্রেফতার করল সিট৷

পুলিশ জানিয়েছে, ধরপাকড় শুরুর খবর পেয়েই নানা নেপালে পালানোর চেষ্টা করে৷ কিন্তু ধরা পড়ে যায় শুল্ক দফতরের অফিসারদের হাতে৷ তার নামে লুকআউট নোটিস জারি করা ছিল৷ মঙ্গলবার এলগিন রোডের এটিএমে স্কিমার ডিভাইস ও গোপন ক্যামেরা বসিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় শাহিল খান, রোহিত কুমার ও সুধীর রঞ্জনকে৷ এরা সকলেই মুম্বইয়ের বাসিন্দা৷

এই নিয়ে এটিএম-কাণ্ডে মোট আট জনকে গ্রেফতার করল পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*