নতুন ১০০ টাকার নোট আসছে বলে প্রচুর হইচইয়ের পর জানা যাচ্ছে, নতুন নোট এটিএমে ভরতে খরচ হবে ১০০ কোটি টাকা। এখনকার চালু ১০০ টাকার নোটের মাপ প্রস্থে ১৫৭ মিলিমিটার, দৈর্ঘ্যে ৭৩ মিলিমিটার। নতুন ১০০ টাকার নোটের মাপ হবে ১৪২ মিলিমিটার ও ৭৩ মিলিমিটার। এটিএমগুলিকে নতুন নোটের মাপমতো নতুন করে ঠিক করতে এই খরচ হবে। তার জন্য সময় লাগবে অন্তত ১২ মাস। এটিএম প্রস্তুতকারী সংস্থাগুলি জানাচ্ছে, নতুন একশো টাকার নোটে বিস্তর সমস্যা হবে। নতুন করে তৈরি করতে হবে দেশের দু লাখ চল্লিশ হাজার এটিএমকে। সদ্য ২০০ টাকার নোটের জন্য এটিএমগুলি নতুন করে তৈরি করার কাজ শেষ হয়েছে। ১০০ টাকার নয়া নোট সেই যন্ত্রণা আরও বাড়াল। জানিয়েছেন এফএসএসের সভাপতি ভি বালসুব্রহ্মণ্যম। তিনি বলেন, একইসঙ্গে নতুন নোট আর পুরানো নোটের সহাবস্থানে মুশকিল বাড়ছে আরও। বিশেষ করে, দূরববর্তী এলাকাগুলিতে নতুন নোট সরবরাহ ও পুরানো নোট তুলে নেওয়ার কাজে গোলমাল দেখা দিতে পারে, সতর্ক করলেন এটিএম সার্ভিসের ম্যানেজিং ডিরেকটর রাধারাম ডোরাই। যেহেতু ২০০ টাকার নোটের জন্য এটিএম নতুন করে বানানোর কাজ শেষ হয়নি এখনও, তাই ১০০ টাকার নয়া নোটে সময় লাগবে আরও।
Be the first to comment