শনিবার আলমবাজারে বুথ পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি প্রার্থী পার্নো মিত্র। অভিযোগ, সেসময় তৃণমূল কর্মী সমর্থকরা তাঁকে বুথে ঢুকতে বাধা দেন। পার্নোর সঙ্গে থাকা বিজেপি কর্মীরা প্রতিরোধ গড়ে তোলেন। সেসময় দুপক্ষের বচসা শুরু হয়।
পার্নোর অভিযোগ, ৮ নম্বর ওয়ার্ডের ৭৮ নম্বর বুথের বাইরে তৃণমূলের লোক জমায়েত করে রেখেছিল। তাঁরা ভোটারদের প্রভাবিত করেছিলেন বলে অভিযোগ। পার্নো মিত্র সিআরপিএফ জওয়ানকে বলেছিলেন, বিষয়টি দেখে নেওয়ার জন্য। তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পার্নোকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। তাঁকে ঘিরে ধরা হয়। গাড়িতে লাথি মারা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডিসি হেডকোয়ার্টার। পার্নো মিত্র তাঁর কাছে অভিযোগ জানান। এরপর গোটা এলাকায় ডমিনেশন শুরু করে কেন্দ্রীয় বাহিনী। লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের দিকে তাড়া করেন তাঁরা। বুথের ১০০ মিটারের মধ্যে এলাকা ফাঁকা করে দেওয়া হয়।
Be the first to comment