ভোট দিতে যাওয়ার পথে দম্পতিকে ধারালো অস্ত্রের ‘কোপ’, উত্তেজনা চাঁচলে

Spread the love

ভোট দিতে যাওয়ার পথে এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। তাঁদের হাতে অস্ত্রের কোপ লেগেছে। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা মালদার চাঁচলে।
চাঁচল বিধানসভার ১৪৩ নম্বর বুথ খুরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোট দিতে যাচ্ছিলেন ওই দম্পতি। জানা গিয়েছে, পথে কয়েকজন যুবক তাঁদের আটকায়। ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়। হাতে অস্ত্রের কোপ লেগেছে বলে অভিযোগ। স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তাঁরা সুস্থ রয়েছেন।
তাঁদের অভিযোগ, তৃণমূল করায় হামলা চালিয়েছেন কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতীরা। এলাকায় উত্তেজনা রয়েছে। ওই দম্পতির বক্তব্য, তাঁরা আগে কংগ্রেসের সমর্থক ছিলেন। বর্তমানে নিজেদের রাজনৈতিক চিন্তাভাবনা বদলেছেন। সেই ক্ষোভ থেকেই হামলা বলে অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।
সপ্তম দফার ভোটের সকাল থেকেই মালদার বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসে। মালতিপুর বিধানসভার ১৮৮ নাম্বার বুথের পাশে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ওপর কেন্দ্রীয় বাহিনীর লাঠি চার্জের অভিযোগ ওঠে৷ ঘটনায় চাঞ্চল্য মালতিপুর বিধানসভার যদুপুর এলাকায়।
ভোটাররা সাময়িকভাবে ভোট দিতে যাওয়া বন্ধ রাখেন। পরবর্তীতে এলাকার নেতৃত্ব গোটা বিষয়টি নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর আশ্বাস দিলে ফের শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। শান্তিপূর্ণ ভোটের দাবি তুলেছেন তৃণমূল কর্মীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*