সমলিঙ্গ বিবাহে সায় দিলো অস্ট্রেলিয়ার পার্লামেন্ট

Spread the love

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে সমলিঙ্গ বিবাহ বিল পাশ হয়ে গেল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল থেকে সরকারের অন্যান্য মন্ত্রী সহ বিরোধীপক্ষ সবাই একযোগে এই ঐতিহাসিক বিল পাশ হয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে। এর আগে বিশ্বে বেশ কিছু উন্নতশীল দেশে সমলিঙ্গ বিবাহ আইনি স্বীকৃতি পেয়েছে। এবার অস্ট্রেলিয়াও একই তালিকায় অন্তর্ভুক্ত হলো। গত মাসে সমলিঙ্গ বিবাহ নিয়ে স্বেচ্ছা ভোটের আয়োজন করা হয়েছিল। সেই ভোটে অংশগ্রহণ করেন ৮০ শতাংশ বৈধ ভোটার। ৬২ শতাংশ ভোটাররাই সমলিঙ্গ বিবাহকে সমর্থন করেন। এরপরেই পার্লামেন্টে পাশ হল বিল।
অতএব সমলিঙ্গ বিয়ের ক্ষেত্রে আর কোনও আইনি বাধা থাকল না। শনিবার থেকেই সমলিঙ্গ বিয়ের নোটিস দেওয়া যাবে। একমাস পরে বিয়ে করা যাবে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানান, ‘সবার জন্যই আজকের দিনটা দারুণ। অস্ট্রেলিয়ার সব নাগরিক বলেছেন, এই বিল পাশ হওয়ার মাধ্যমে ন্যায়, ভালবাসা, শ্রদ্ধা প্রতিষ্ঠা হল। অস্ট্রেলিয়া এটা করে দেখাল।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*