মেলবোর্ন টেস্টের প্রথম তিনদিন দাপট দেখিয়ে চালকের আসনে ছিলো ইংল্যান্ড। চতুর্থ দিন বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকায় ইংল্যান্ড দল আশাহত হয়। টেস্টের শেষ দিন স্টিভেন স্মিথের দুর্দান্ত ব্যাটিংয়ে ইংল্যান্ডকে কার্যত হতাশ করে ড্র নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া দল। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিতে টানা জিতে আগেই সিরিজ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া।
মেলবোর্নে অ্যাসেজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৩২৭ রান করে। জবাবে ব্যাটিংয়ে নেমে অ্যালেস্টার কুকের ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৯১ রান করেছ ইংল্যান্ড। ১৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্মিথের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৬৩ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে অস্ট্রেলিয়া। ফলে টেস্টের শেষ দিনের শেষ ঘণ্টায় আর ব্যাট করতে ড্র নিয়েই সন্তুষ্ট থেকে যায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন স্মিথ। অ্যাসেজে এটি তার তৃতীয় সেঞ্চুরি। এছাড়া ডেভিড ওয়ার্নার ৮৬, ক্যামেরন বেনক্রফট ২৭ এবং মিচেল মার্শ করেন ২৯ রান।
Be the first to comment