অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার পূর্বাঞ্চলে বাউমগারটেনে দেশটির প্রধান গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ হয়েছে। এতে ১৮ জন আহত এবং ১ জন নিহত হয়েছে বলে পুলিশ জানায়।
মঙ্গলবার সকালের স্থানীয় সময়ে ঘটনাটি ঘটে। বাউমগারটেনে, যেখানে বিস্ফোরণ ঘটেছে, গ্যাস রপ্তানির জন্য একটি প্রধান বন্টন এবং এই রিসেপশন হাব থেকে রাশিয়া, ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ হয়। ইতালিতে শিল্পমন্ত্রী গ্যাস সরবরাহের অভাবের কারণে জরুরী অবস্থার ঘোষণা করেছেন।
পুলিশের মুখপাত্র এডমুন্ড ট্রাগচিজ বলেন, স্থানীয় সময় সকাল পৌনে নয়টার দিকে একটি বিস্ফোরণের পর আগুন ধরে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।
Be the first to comment