শনিবার থেকে রাজ্যজুড়ে চালু হল অটো-নীতি। যাত্রী সুরক্ষায় জোর দিতে অটো নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা জারি হয়েছে রাজ্যজুড়েই। যেমন, নির্দিষ্ট রুটের বাইরে বা কাটা রুটে অটো চলানো যাবে না। তারস্বরে গান বাজিয়ে রাস্তায় চলাচল করা যাবে না। লাগানো যাবে না ঝলেমলে আলোও। আইন ভাঙলে আর্থিক জরিমান থেকে শুরু করে পারমিটও বাতিল করা হতে পারে। সেইসঙ্গে চারজনের বেশি যাত্রী নিয়ে চলাচল আটকাতেও নজরদারি বাড়ানো হবে বলে জানা গেছে। পরিবহন দফতর সূত্রে জানা গেছে, খসড়া অটো নীতিতে কলকাতা আরটিএ-র সম্প্রসারিত এলাকায় মোট ৪৭৫টি অটো রুটের কথা বলা হয়েছে। সেইসঙ্গে কোন রুটে কত অটো চলবে সেটাও প্রাথমিকভাবে নির্দিষ্ট করে দেওয়া আছে।
কিন্তু কলকাতার অনেক রুটেই এখন প্রচুর বেআইনি অটো চলাচল করছে। ২০১৫ সালের ১ জানুয়ারি বা তার আগে থেকে যেসব অবৈধ অটো টানা চলছে, সেগুলিকে বৈধ করার সুযোগ দেওয়া হবে। তার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংশোধন করতে হবে। আবার, চারজন যাত্রী বহন করার সীমা বেঁধে দিলেও, সেগুলো না মানারও ভুরিভুরি নজর রয়েছে। রাত বাড়লেই যেন বেশি যাত্রী পরিবহনের অঘোষিত নিয়ম চালু হয়ে যাচ্ছে।
বিশেষ করে পদ্মপুকুর-সাতগাছি, লোহাপুল-ধর্মতলা, তপসিয়া-কিম্বার স্ট্রিট, শিয়ালদহ-তোপসিয়া, বাগুইআঁটি-চিনার পার্কের মতো বহু রুটেই অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা গিয়েছে। একই ছবি ধরা পড়েছে জেলাগুলির অধিকাংশ রুটেই। নিয়মিত বেশি যাত্রী নিয়ে চলাচল করাটাই যেন সেখানে রেওয়াজ। তবে অটো নীতিকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা। এর ফলে রাজ্যজুড়ে অটোর দৌরাত্ম্যে লাগাম পড়ানো যাবে বলে মনে করছেন তাঁরা।
Be the first to comment