রয়েল বেঙ্গল টাইগার অভনীর মৃত্যুকে কেন্দ্রে করে বাকযুদ্ধ চরমে বিজেপির অন্দরে। এবার প্রকাশ্যে বিতর্কে জড়ালেন বিজেপির দুই মন্ত্রী। একজন মহারাষ্ট্রের বন ও পরিবেশ মন্ত্রী সুধীর মুঙ্গানিত্বর। অন্যজন হলেন কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী মেনকা গান্ধি। পরিস্থিতি এতদূর গড়িয়েছে যে, দু’জনেই দু’জনার পদত্যাগ দাবি করছেন। একই রাজনৈতিক দলের সদস্য হয়েও রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রীর এহেন দ্বৈরথ বেনজির ঘটনা বলেই মনে করছেন রাজনৈতিক মহল। বিরোধের সূত্রপাত পূর্ণবয়স্ক বাঘিনী অভনীর মৃত্যুকে কেন্দ্র করে। পশুপ্রমীদের অভিযোগ, অভনীকে সরাসরি গুলি করে হত্যা করে আদেশ দিয়ে আইন ভাঙ্গা হয়েছে। ঘুমপাড়ানি গুলে ছুঁড়ে আহত করা যেতে। পশুপ্রেমীদের পাশে দাঁড়ান কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গান্ধি। ঘটনার সমালোচনা করে তিনি বলেন, ঘটনার নৈতিক চাপে রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রীর উপরেই। সেজন্য পদত্যাগ করা উচিত। মেনকা গান্ধির পাল্টা সমালোচনায় সরব হলেন রাজ্যের মন্ত্রী সুধীর মুঙ্গানিত্বর। তিনি কেন্দ্রীয় মমন্ত্রীর সমালোচনা করে বলেন, দেশে অপুষ্টির কারণে অনেক শিশুর মৃত্যু হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীরও উচিত সেসবের দায় নিয়ে পদত্যাগ করা। সেরকমটা করে মেনকা গান্ধি দৃষ্টান্ত তৈরি করুক। তাহলে সেই পথে হাঁটবেন তিনিও। প্রয়োজন হলে একসঙ্গেই পদত্যাগ পত্র জমা দিতেও রাজি। স্বাভাবিকভাবেই কেন্দ্র ও রাজ্যের দুই মন্ত্রীর পারস্পরিক পদত্যাগের দাবিতে অস্বস্তিতে গেরুয়া শিবির।
Be the first to comment