একশো টাকা চাইলেই এটিএম থেকে বেরিয়ে আসছে ৫০০ টাকার নোট! আর এই খবর জানাজানি হতেই দু’ঘণ্টায় রীতিমতো লুঠ হয়ে গেল গোটা এটিএম। রবিবার মধ্যপ্রদেশে অ্যাক্সিস ব্যাঙ্কের ডিগ ব্রাঞ্চের এটিএমের এই ঘটনায় রীতিমতো হুলস্থূল পড়ে গিয়েছে।
আচমকাই এক ব্যক্তি টাকা তুলতে গিয়ে একশোর জায়গায় পাঁচশোর নোট পেলে, সঙ্গে সঙ্গে এলাকায় গুজব ছড়িয়ে যায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে ক্যাশ টাকা ফেরত দিচ্ছেন। সঙ্গে সঙ্গে লম্বা লাইন পড়ে এটিএমের বাইরে। কিছু পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তত ক্ষণে অবশ্য যা হওয়ার হয়ে গিয়েছে। কয়েক লক্ষ টাকা তুলে নিয়ে এটিএম প্রায় ফাঁকা করে দিয়েছেন এলাকার মানুষ।
ব্যাঙ্কের আধিকারিকেরা জানান, এটিএম মেশিনে টাকা ভরার সমে ভুল হয়ে গেছিল। ভুল জায়গায় ভুল অঙ্কের নোট রাখা হওয়ায় এই বিপত্তি ঘটেছে। পরে সমস্ত গ্রাহকের পরিচয় জেনে তাঁদের ব্যাঙ্কের তরফে নির্দেশ দেওয়া হয়েছে টাকা ফেরত দেওয়ার।
তবে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও, জানুয়ারি মাসে রাজস্থানের টঙ্ক শহরে একশো টাকার জায়গায় ২ হাজার টাকার নোট বেরোতে শুরু করে। ৩৫০০ টাকা তুলতে চেয়ে ৭০ হাজার টাকা হাতে পেয়ে যান এক ব্যক্তি। পরে অবশ্য ফেরত দিতে হয় সবটাই।
Be the first to comment