আনুমানিক ২৯০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে ৩ ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বই পুলিশ৷ গ্রেফতার হওয়া ওই ৩ জনই মুম্বইয়ের একটি সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন বলে খবর৷ জানা গিয়েছে, ধৃতদের নাম ভবরলাল ভাণ্ডারি, প্রেমাল গোরাগান্ধি এবং কমলেশ কানুঙ্গো। তিন জনেরই বেশ কয়েকটি সংস্থা রয়েছে৷ উল্লেখ্য, অ্যাক্সিস ব্যাঙ্কের করা অভিযোগের ভিত্তিতেই ওই তিনজনকে গ্রেফতার করে এনএম জোশী মার্গ থানার পুলিশ৷
তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ওই তিন ব্যবসায়ীর সংস্থা পারেখ অ্যালুমিনেক্স লিমিটেড এর আগে ২০১০ সালে ১২৫ কোটি টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলো৷ কিন্তু সেটা শোধ করলেও এরপর থেকে বিভিন্ন সময় অল্প অল্প করে ঋণ নিয়ে গিয়েছেন তারা। বর্তমানে সেই ঋণের অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে ২৯০ কোটি টাকায়৷ যা তারা ব্যাঙ্ককে ফেরতই দেয়নি বলে অভিযোগ৷
প্রসঙ্গত, ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই ঋণ ব্যাঙ্ক থেকে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ এই ঋণ পাওয়ার জন্য বিভিন্ন ভুয়ো নাম এবং নথির ব্যবহারও অভিযুক্তরা করেছে বলে জানিয়েছে পুলিশ৷
Be the first to comment