অযোধ্যায় ২২১ মিটার উঁচু রামের মূর্তি বসানোর বিরোধিতা করলেন সাধুরাই। বারাণসীতে তিনদিনের পরম ধর্ম সংসদের পর সাধুসন্তরা সরযূ নদীর তীরে ওই মূর্তি নির্মাণের উত্তরপ্রদেশের সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
দ্বারকা শারদা এবং জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী বলেছেন, ২৫ নভেম্বর অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদ যে ধর্মসভা করেছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিজেপির সরকার অযোধ্যায় মূর্তিই বানাবে, মন্দির বানাবে না। সর্দার প্যাটেলের মতো রামের মূর্তি কেউ চায় না
Be the first to comment