অযোধ্যা রায় পুনর্বিবেচনার আর্জি শুনবে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার অযোধ্যা রায়ের রিভিউ পিটিশনের আর্জি শুনবে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। তবে ‘ইন চেম্বার’ শুনানি হবে। সংবাদমাধ্যম ও কোনও সাধারণ মানুষ অংশ নিতে পারবেন না এই শুনানিতে অর্থাৎ বিচারপতিদের চেম্বারে শুনানি হবে।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায় ঘোষণা করে দেশের সর্বোচ্চ আদালত। রায়ে বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের নির্দেশ দেয় শীর্ষ আদালত। পাশাপাশি মসজিদ নির্মাণের জন্য বিকল্প হিসেবে ৫ একর জমির কথা বলা হয়েছে। অযোধ্যার রায়ের পরই ১৮টি রিভিউ পিটিশন জমা পড়ে।
প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর প্রথম অযোধ্যা রায়ের রিভিউ পিটিশন জমা পড়ে। অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার প্রথম আর্জি জানান জামিয়ত উলেমা-এ-হিন্দের উত্তরপ্রদেশের সভাপতি মৌলানা সৈয়দ আশাদ রশিদি। এ সংক্রান্ত বিষয়ে শেষ আবেদনপত্র জমা দেয় অখিল ভারত হিন্দু মহাসভা। অযোধ্যা রায়ে মসজিদ নির্মাণের জন্য যে ৫ একর জমির কথা বলা হয়েছে, তা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে তারা।
Be the first to comment