নতুন বছরেই উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্দির উদ্বোধনের আগেই বড় ঘোষণা যোগী সরকারের। রাজ্য সরকারের তরফে রাম মন্দির চত্বরকে ‘নো লিকার জ়োন’ হিসাবে ঘোষণা করা হল। ১ বা ২ কিলোমিটার নয়, গোটা ৮৪ কোশি পরিক্রমা পথকেই অ্যালকোহল ফ্রি জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ রাম মন্দির চত্বরে আর মদ বিক্রি বা পান করা যাবে না।
উত্তর প্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, পবিত্র রাম মন্দির চত্বরকে ‘নো লিকার জ়োন’ হিসাবে ঘোষণা করা হয়েছে। ৮৪ কোশি পরিক্রমা পথে মদ বিক্রি ও সম্পূর্ণ নিষিদ্ধ হবে। এই চত্বরে যেক’টি মদের দোকান রয়েছে, তা ভেঙে দেওয়া হবে। তবে ওই ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হবে। অর্থাৎ অন্যত্র দোকান গড়ে দেওয়া হবে সরকারের তরফেই।
উত্তর প্রদেশের আবগারি মন্ত্রী নিতিন আগরওয়াল জানান, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পট রাইয়ের সঙ্গে আলোচনা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাম মন্দির চত্বরকে নো লিকার জ়োন ঘোষণা করা হয়েছে। ৮৪ কোশি পরিক্রমা মার্গে থাকা সমস্ত মদের দোকান বন্ধ করে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে।
Be the first to comment