অযোধ্যায় নির্মীয়মাণ রাম জন্মভূমি কমপ্লেক্স উড়িয়ে দেওয়ার হুমকি! বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের অযোধ্যা জেলার রামকোট এলাকায় বসবাসকারী মনোজ নামে এক যুবকের কাছে এই হুমকি ফোন আসে।বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টায় উড়িয়ে দেওয়া হবে পুরো মন্দির চত্বর। পুরো বিষয়টি পুলিশকে ফোন করে জানান মনোজ ।এরপরই এর তদন্তে নামে পুলিশ।
বিপত্তি এড়াতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় মন্দির চত্বর। পুলিশ এবং সেনা দিয়ে নজরদারি শুরু হয় পুরো এলাকায়। হুমকি অনুযায়ী বৃহস্পতিবার কোনও অঘটন ঘটেনি।এমনকি রামের বিগ্রহ তৈরির জন্য বৃহস্পতিবার নেপাল থেকে অযোধ্যার রাম জন্মভূমিতে দু’টি শালগ্রাম শিলাখণ্ড এনে পুজোও নির্বিঘ্নেই ঘটে। যদিও মন্দির চত্বরে এখনও পুলিশি প্রহরা জারি রয়েছে।
রাম জন্মভূমি থানার পুলিশ আধিকারিক সঞ্জীবকুমার সিংহ জানিয়েছেন, এই হুমকি ফোন নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। অজ্ঞাতপরিচয় হুমকি ফোন করা ওই ব্যক্তিকে খুঁজে বার করার চেষ্টা চলছে।প্রসঙ্গত, এর আগেও রাম জন্মভূমি উড়িয়ে দেওয়ার নামে হুমকি ফেন এসেছে।
Be the first to comment