অযোধ্যা মামলায় আলোচনার জন্য মধ্যস্থতাকারী কমিটিকে ৩১ জুলাই পর্যন্ত সময়সীমা দিলো সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ মতো, সবপক্ষের সঙ্গে কথা বলে ১ আগস্ট আদালতে সেই রিপোর্ট জমা দিতে হবে । ২ আগস্ট মামলার পরবর্তী শুনানি হবে । প্রসঙ্গত, মধ্যস্থতা প্রক্রিয়াটি কতদূর এগিয়েছে এই নিয়ে ১১ জুলাই রিপোর্ট তলব করেছিলো প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। শীর্ষ আদালত মন্তব্য করে, যদি মধ্যস্থতা প্রক্রিয়া চালানোর কোনও প্রয়োজনীয়তা না থাকে তাহলে ২৫ জুলাই থেকে প্রতিদিন শুনানি শুরু হবে।
এরপর আজ অর্থাৎ বৃহস্পতিবার শীর্ষ আদালতে রিপোর্ট জমা দেন মধ্যস্থতাকারী কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন বিচারপতি খলিফুল্লা। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, আমরা ২ আগস্ট শুনানির দিন ধার্য করছি। মধ্যস্থতাকারী কমিটিকে ৩১ জুলাই পর্যন্ত মধ্যস্থতার প্রক্রিয়ার ফলাফল জানানোর অনুরোধ জানাচ্ছি।
Be the first to comment