অরুণ জেটলির বাজেটের ঘোষণা মতোই এবার হবে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা মিশন প্রকল্পের বাস্তবায়ন। আয়ুষ্মান ভারত প্রকল্পে অনুমোদন দিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। যার ফলে উপকৃত হবেন দেশের প্রায় ৫০ কোটি মানুষ।
প্রসঙ্গত, চলতি বছরের বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেছিলেন এই প্রকল্পের। আয়ুষ্মান ভারত প্রকল্পটিকে বিজেপি সরকার বিশ্বের সবচেয়ে বড়ো স্বাস্থ্য প্রকল্প বলে অভিহিত করেছে। এই প্রকল্পে দেশের নাগরিকেরা পরিবার পিছু পাঁচ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন।
প্রসঙ্গত, এই প্রকল্প বাস্তবায়নের জন্য জেটলির বাজেটে বরাদ্দ হয়েছিল প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা। জনস্বার্থে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা ও সিনিয়র সিটিজেনদের স্বাস্থ্য বীমা প্রকল্পও এই আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত হবে। তবে এই প্রকল্পের ব্যয়ভার কেন্দ্রের সঙ্গে সঙ্গে রাজ্যগুলির উপরও বর্তাবে।
Be the first to comment