‘অটলজির মতো সম্মান পেলে আমি আজই মরতে রাজি’, মন্তব্য আজম খানের

Spread the love

অটলজির মতো সম্মান পেলে আমি আজই মরতে রাজি’, মন্তব্য সমাজবাদী পার্টির নেতা আজম খানের। আর এই মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন এই সপা নেতা।

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুর পর তাঁর শেষকৃত্যে দলগত বিভেদ ভুলে জড়ো হয়েছিলেন ভারতের তাবড় তাবড় রাজনীতিবিদ। প্রত্যেকেই নিজেদের স্মৃতিচারণায় তুলে ধরেছিলেন প্রবাদপ্রতিম এই নেতার রাজনৈতিক ব্যক্তিত্বের কথা। কিন্তু সেই মৃত্যুকে নিয়েও ঠাট্টা করলেন আজম খান। শনিবার এক সর্বভারতীয় সংবাদ সংস্থার সামনে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থিকলস সারা দেশে ছড়িয়ে দেওয়াকে কটাক্ষ করে তিনি বলেন, যদি বাজপেয়ীজির মতো সম্মান দেওয়া হয় তাহলে তিনি আজই মৃত্যুবরণ করতে রাজি।

এর পাশাপাশি দেশে বেকারত্বের সমস্যার কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, যাদের তাঁরা চাকরি দিয়েছিলেন, সরকার তাঁদের থেকে সেই সব চাকরি কেড়ে নিয়েছে। তিনি এও বলেন, প্রধানমন্ত্রী যদি প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫লক্ষ টাকা না দিতে পারেন তাহলে প্রতি বছর ২কোটি চাকরি দিয়ে বেকারত্বের সমস্যা সমাধানে এগিয়ে আসুন তিনি।

আজম খানের এই বক্তব্যের বিরোধিতা করেছেন বিজেপির বেশ কিছু নেতা। বিজেপির পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, দলের সকল সদস্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে চায়, আর তার জন্যই অস্থিকলস সমগ্র দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই বিষয় নিয়ে ঠাট্টা করে আজম খান প্রক্তন প্রধানমন্ত্রীকে অপমান করলেন। কারও মৃত্যুই দুঃখের। তাই কারও মৃত্যু নিয়ে মন্তব্য করার আগে তাঁর আরও একটু ভাবা উচিত ছিল।

অন্যদিকে, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এবং সমাজবাদী পার্টির চেয়ারম্যান মুলায়ম সিং যাদব শনিবার লখনউতে একটি অনুষ্ঠানে বলেন, দলে কেউ তাঁকে সম্মান করে না। তাঁর মতে, হয়তো তিনি চলে যাওয়ার পর সকলে তাঁকে সম্মান দেবেন। তিনি এও বলেন, রাম মনোহর লোহিয়ার সঙ্গেও এমনটা হয়েছিল, তিনিও এক সময় বলতেন, বেঁচে থাকতে কেউ সম্মান দেয় না কাওকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*