বিপাকে পড়লেন উত্তরপ্রদেশের সপা নেতা আজম খান ৷ বিজেপি প্রার্থী জয়াপ্রদাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে পড়লেন তিনি। জানা গিয়েছে, এফআইআর দায়ের করা হয়েছে আজম খানের বিরুদ্ধে ৷ রবিবার রামপুরে একটি জনসভা করে সমাজবাদী পার্টি ৷ জনসভায় উপস্থিত ছিলেন অখিলেশ যাদব-সহ দলের শীর্ষ স্থানীয় নেতৃত্ব ৷ সেই সভা থেকেই সপা নেতা আজম খান বলেন, জয়াপ্রদাকে রামপুরের মানুষের সঙ্গে আমিই পরিচয় করিয়ে দিয়েছিলাম ৷ কাউকে চিনতে সাধারণত ১৭ বছর সময় লাগে ৷ কিন্তু আমি ১৭ দিনেই বুঝে গিয়েছিলাম যে ওঁর অন্তর্বাসের রং খাকি ৷
এমন মন্তব্যের পরই রাজনৈতিক বিবাদ চরমে পৌঁছয়। আসরে নেমে পড়ে বিজেপি ৷ আজম খানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছে গেরুয়া শিবির ৷ এই প্রসঙ্গে আজম খান জানিয়েছেন, আমি কাউকে অপমান করিনি ৷ কারোওর নামও নিইনি ৷ যদি আমাকে দোষী প্রমাণিত করা যায় ৷ তাহলে নির্বাচনে আমি লড়ব না ৷ এই ঘটনায় আমি খুবই ক্ষুব্ধ হয়েছি ৷ সংবাদমাধ্যমই দায়ী এই দেশের ক্ষতির জন্য ৷
Be the first to comment