শিল্পপতি বি কে বিড়লার জীবনাবসান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮।
বি কে বিড়লা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-সহ বেশি কিছু শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন তিনি। ১৯২১ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেন বি কে বিড়লা। শিল্পপতি ঘনশ্যাম দাস বিড়লার ছোটো ছেলে বিড়লা।
এদিন তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
*পশ্চিমবঙ্গ সরকার*
*তথ্য ও সংস্কৃতি বিভাগ*
*নবান্ন*
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২
স্মারক সংখ্যাঃ ১৮২/আইসিএ/এনবি
তারিখঃ ০৩/০৭/২০১৯
*মুখ্যমন্ত্রীর শোকবার্তা*
বিশিষ্ট শিল্পপতি বসন্ত কুমার বিড়লা (বিকে বিড়লা)-র মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ৯৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন। কৃষ্ণার্পণ চ্যারিটি ট্রাস্ট, বিকে বিড়লা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্বের শিল্পজগৎ তথা কর্পোরেট দুনিয়ায় এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল।পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৩ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে।
আমি প্রয়াত শ্রী বিকে বিড়লার আত্মীয়পরিজন এবং অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
*মমতা বন্দ্যোপাধ্যায়*
Be the first to comment