চলতি মাসের শেষেই রাজ্য়ে আসছেন অমিত শাহ ৷ তার আগে আজ রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন বি এল সন্তোষ ৷ আজ হেস্টিং অফিসে দলের সাংগঠনিক বৈঠক ডাকা হয়েছে । সেখানে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) ৷ ৩০ জানুয়ারি ঠাকুরনগরে অমিত শাহের সভা ৷ পর দিনই উলুবেড়িয়ায় রোড-শো ও ডুমুরজোলায় সভা করবেন তিনি ৷ তার আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত একাংশের । বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, এটা আমাদের মূলত সাংগঠনিক বৈঠক। সেই বৈঠকে বিএল সন্তোষজি থাকবেন ।
কয়েকদিন আগেই রাজ্যের শীর্ষ নেতাদের তলব করা হয়েছিল দিল্লিতে ৷ সেখানে দিলীপ-মুকুল-কৈলাসদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ ৷ সেই বৈঠকে শাহ বারবার বুথস্তরে শক্তিশালী সংগঠন গড়ে তোলার উপর জোর দেন ৷ বুথস্থরের সংগঠনের রিপোর্ট নিতেই সন্তোষের এই বৈঠক বলে বিজেপি সূত্রের খবর।
রবিবার উত্তরবঙ্গের নেতাদের সঙ্গে বৈঠক করেন সন্তোষ ৷ সেই বৈঠকে উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত রাজ্য নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় ও রাজ্যের মুখ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ৷ আজ তিনি দক্ষিণবঙ্গের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন ৷ বিজেপি সূত্রে খবর, আজ এই বৈঠকে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক সাংগঠনিক জেলার বিস্তারিত রিপোর্ট নেবেন।
রাজ্যে বুথে বুথে বিজেপির পক্ষ থেকে চলছে “আমার বুথ সব থেকে শক্তিশালী” কর্মসূচি ৷ এই কর্মসূচির বিষয়ে বিস্তারিত রিপোর্ট তাঁকে দেবেন রাজ্য নেতারা ৷ কলকাতা ও দুই ২৪ পরগনায় বিজেপির সংগঠনকে শক্তিশালী করে তুলতে পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ বিজেপি সূত্রের খবর, প্রতিটি বিধানসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট প্রস্তুত করতে দিল্লি থেকে নির্দেশ দেওয়া হয়েছে ৷ দিল্লি যে ভাবে সংগঠনের কাজ দেখতে বলবে সবাইকে সেই ভাবেই কাজ করতে হবে বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে ।
Be the first to comment