দেশের কথা না ভেবেই একের পর এক সন্তানের জন্ম দিচ্ছেন বিবাহিতরা। রাশ টানতে উপায় বললেন রামদেব বাবা। জানালেন, যে দম্পতির ২-এর বেশি সন্তান তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হোক। না হলে জনসংখ্যা এভাবেই লাফিয় লাফিয়ে বাড়বে।
রবিবার হরিদ্বারের জ্ঞান কুম্ভের দ্বিতীয় দিনের সভায় রামদেব ছিলেন অকপট। মনের কথা খুলেই বললেন । জানালেন, তাঁর মত সন্ন্যাসীরই সম্মান পাওয়ার যোগ্যতা রয়েছে। সন্ন্যাসীর ত্যাগ সাংসারিক মানুষের থেকে অনেক বেশি। তবে, সংসার যদি করতেই হয় তাহলে দেশের কথা ভেবেই করা উচিত। যে হারে জনসংখ্যা বাড়ছে, তাতে একটু রাশ না টানলে বিপদ বাড়বে। সরকারেরই উচিত জন্মরোধের আইন চালু করা, যেখানে ২-এর বেশি সন্তান হলেই ভো়টাধিকার কেড়ে নেওয়ার নিয়ম জারি হবে।
তবে ,রামদেবের “ভোটাধিকার কেড়ে নেওয়া”-র মন্তব্য ইতিমধ্যেই সমালোচিত হচ্ছে। অনেকেই মনে করছেন, এই মন্তব্য করে স্বৈরাচারী মানসিকতার পরিচয় দিলেন রামদেব। আবার কেউ কেউ বলছেন, এই ধরণের সন্ন্যাসীই বিজেপির সর্বনাশ করবে।
Be the first to comment