
রোজদিন ডেস্ক, কলকাতা:-পানাগড়-কাণ্ডে অবশেষে গ্রেফতার সাদা গাড়ির মালিক তথা মূল অভিযুক্ত ব্যবসায়ী বাবলু যাদব। তাঁকে বৃহস্পতিবার গ্রেফতার করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। ধৃতকে নিয়ে আসা হয় কাঁকসা থানায়। তার কিছুক্ষণ পরেই থানায় আসেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারটের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা। থানায় প্রবেশের সময় তিনি বলেন, “বাবলু যাদব গ্রেফতার হয়েছে।”
ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ম্যানেজার তথা নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর থেকেই ফেরার ছিলেন সাদা রংয়ের গাড়ির মালিক বাবলু যাদব। পুলিশের দাবি অনুযায়ী, সুতন্দ্রার গাড়ির সঙ্গে সেই রাতে সাদা গাড়িটির রেষারেষি হয়েছিল। সেই গাড়িটি বাবলু যাদব চালাচ্ছিলেন বলে জানিয়েছিলেন কাঁকসার এসিপি সুমন জয়সওয়াল।
ঘটনার পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না বাবলুর। তাঁর বাড়িতে সদলবলে অভিযান চালান তদন্তকারী অফিসাররা। বাবলু যাদবের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ। এরপরেও অধরা ছিলেন বাবলু। অবশেষে পানাগড় দুর্ঘটনা-কাণ্ডের চারদিন পর তাঁকে বৃহস্পতিবার কাঁকসা থানায় পাকড়াও করে নিয়ে এলেন তদন্তকারীরা।
Be the first to comment