বাবরি মসজিদের মামলা থেকে সরছে সুন্নি ওয়াকফ বোর্ড

Spread the love

অযোধ্যা মামলায় নাটকীয় মোড়। সংবাদমাধ্যম সূত্রের খবর, মামলা থেকে সরতে চেয়ে শীর্ষ আদালতে হলফনামা জমা দিলেন উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জাফর আহমেদ ফারুকি। সংবাদমাধ্যম সূত্রের খবর, তাঁকে হলফনামা জমা দিতে বাধ্য করা হয়েছে ৷ তাঁর হয়ে হলফনামা জমা দেন শ্রীরাম পঞ্চু। দু’দিন আগে ফারুকির প্রতিনিধি হিসেবে শ্রীরাম পঞ্চু শীর্ষ আদালতে হাজিরা দিয়েছিলেন ৷ সেই দিন তিনি ওয়াকফ বোর্ডের জন্য আরও নিরাপত্তার আবেদন করেন ৷

সেই দিন থেকেই নিরাপত্তা চাওয়ার কারণ সামনে এল আজ ৷ যদিও সেই হলফনামা গৃহীত হয়েছে কি না তা জানা যায়নি কারণ সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রধান বিচারপতি হিন্দু মহাসভাকে তীব্র ভর্ৎসনা করেন। বলেন অনেক হয়েছে আর নয় ৷ মামলা থেকে ওয়াকফ বোর্ড কেন সরতে চাইছে তা পরিষ্কার নয় ৷ সাধারণত কোনও সিদ্ধান্ত নেওযার আগে ওয়াকফ বোর্ড বৈঠকে বসে ৷ কিন্তু এই ক্ষেত্রে ওয়াকফ বোর্ডের কোনও বৈঠক হয়নি ৷ বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে তবে কী তাঁদের বাধ্য করা হল?

সংবাদমাধ্যম সূত্রে উঠে আসছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম। অনেকের অভিযোগ, যোগী সরকার বারবার অযোধ্যা মামলা থেকে সংখ্যালঘু শরিকদের সরানোর চেষ্টা করেছে ৷ এর আগে, রাজীব ধবনকে সরানোর চেষ্টা হয়েছে ৷ কখনও মধ্যস্থতাকারীদের প্যানেল তৈরি করে মামলাটি প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে তো, আবার সুন্নি ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে সরকার বিরোধী মন্তব্যের অভিযোগ তোলা হয়েছে ৷

সূত্রের খবর, সুন্নি ওয়াকফ বোর্ড শীর্ষ আদালতে জানিয়েছে তাঁরা আর এই মামলার শরিক হতে চায় না ৷ এর সঙ্গে তাঁরা আরও জানিয়েছেন, এই মামলায় তাঁরা যে দাবি তুলেছিলেন তা থেকেও তাঁরা সরে আসছেন ৷ সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই হলফনামায় নাকি আযোধ্যা বিতর্ক মিটমাট করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ওয়াকফ বোর্ড ৷

এদিকে, অল ইন্ডিয়া বাবরি মসজিদ কমিটি (AIBMAC) -এর আহ্বায়ক জাফারয়াব জিলানি জানান, ওয়াকফ বোর্ড মামলা থেকে সরতে চেয়ে আবেদন করেছে এমন কোনও তথ্য তাঁর কাছে নেই ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*