তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র গান নিয়ে এবার আপত্তি জানালো নির্বাচন কমিশনও। কমিশনের পর্যবেক্ষণ, বাবুল সুপ্রিয়র গান আসলে একটি বিজ্ঞাপন। এই ধরনের গানে আগাম অনুমতি নিতে হবে। জানা গিয়েছে, বাবুল সুপ্রিয়কে নোটিশ পাঠাচ্ছে কমিশন। অভিযোগ পাওয়ার পর বাবুল সুপ্রিয়কে শোকজ করেছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য লোকসভা ভোটে বিজেপির প্রচারে নতুন গান তৈরি করেছেন বাবুল। আর এই গানকে হাতিয়ার করেই ভোটের প্রচারে নামতে চাইছিলেন বাবুল। আর এরপরই বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে পশ্চিম বর্ধমান স্টুডেন্ট লাইব্রেরি কো-অর্ডিনেশন কমিটি। তাদের অভিযোগ, গানটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। সম্প্রতি মুম্বইয়ে গানের রেকর্ডিং করেন বাবুল।
Be the first to comment