রাজ্যের কোনও সুযোগ সুবিধা নেবেন না। রাজ্যে সরকারের পাইলট কারও নেবেন না তিনি। থাকবেন না সরকারি গেস্ট হাউসেও। জানিয়ে দিলেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি আরও বলেন, আমি আমার গাড়িই ব্যবহার করি। রাজ্যে এলে রাজ্য সরকার পাইলট কার ও পুলিশি নিরাপত্তা দেয়। কিন্তু এখন থেকে তা আর চাই না। থাকব না সরকারি গেস্ট হাউসেও। সর্বদাই যখন সংঘাতের পরিবেশ তৈরি করছে রাজ্য সরকার, তখন আমি কোনও নিরাপত্তা বা সুযোগ-সুবিধা নেব না। এমনকি নিজের অফিসকেও তাঁর কর্মসূচী রাজ্য সরকারকে না জানানোর নির্দেশ দেন তিনি। প্রসঙ্গত, বৃহস্পতিবার পুরুলিয়ায় অমিত শাহের সভায় যোগ দিতে যাওয়ার সময় তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন বাবুল সুপ্রিয়। জেলাশাসকের কাছে সাহায্য চেয়েও অসহযোগিতার মুখে পড়তে হয়। উল্টো রাজ্যসরকারের কর্মী, আপনার অধীনস্ত নই বলে জানান জেলাশাসক, অভিযোগ বাবুলের। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন জেলাশাসক।
Be the first to comment