যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে হেনস্থার অভিযোগ উঠলো। বৃহস্পতিবার এভিবিপি’র একটি অনুষ্ঠানে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান আসানসোলের সাংসদ। জানা গিয়েছে, এদিন তাঁকে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করতে বাধা দেন বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশে ‘গো ব্যাক’ স্লোগানও ওঠে। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে বাবুল সুপ্রিয় মাটিতে পড়ে যান বলেও খবর পাওয়া গিয়েছে। বিজেপি সাংসদের চুল ও জামা ধরেও টানাটানি করা হয় বলে অভিযোগ।
পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় সেখানে হাজির হন উপাচার্য সুরঞ্জন দাস। তিনি বাবুল সুপ্রিয়কে তাঁর ঘরে নিয়ে যেতে চান। তবে বাবুল সাফ জানিয়ে দেন, তিনি যে অনুষ্ঠানের জন্য সেখানে গিয়েছেন, সেখানেই যাবেন। প্রসঙ্গত, এবিভিপির নবীন বরণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বাবুল সুপ্রিয়। সংগঠকদের দাবি, একজন সঙ্গীত শিল্পী হিসাবে বাবুল সুপ্রিয়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসা মন্ত্রীকে প্রথমেই ধাক্কাধাক্কির সম্মুখীন হতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের চত্বরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এখনও উত্তপ্ত পরিস্থিতি।
এদিকে এসএফআই-এর তরফে দাবি করা হয়েছে, তারা প্রথমে বাবুলকে বাধা দেয়নি। তাদের অভিযোগ বিজেপির নীতির বিরুদ্ধে। বাবুলই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তাঁর গায়ে হাত তোলার মিথ্যে অভিযোগ আনলেন। আবার ছাত্রদের একাংশের দাবি, ধাক্কাধাক্কির সময় ছাত্রীদের গায়ে হাত দেয় বাবুলের নিরাপত্তারক্ষীরা। এতেই ক্ষিপ্ত হয়ে বাবুলকে ঢুকতে বাধা দেওয়া হয়।
Be the first to comment