বাবুল সুপ্রিয়র হেনস্থাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে ৷ এই দাবিতে শুক্রবার পথে নামলো রাজ্য বিজেপি ৷ এদিন রাজ্য দফতর থেকে শুরু হয় মিছিল ৷ মিছিলের নেতৃত্ব দেন সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টরা ৷ মিছিলের জেরে সেন্ট্রাল চত্বরে আপাতত যান চলাচল বন্ধ ৷
সায়ন্তন বসু বলেন, বাবুল সুপ্রিয়র উপর যারা হামলা করেছে, তাদের ১৫ দিনের মধ্যে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। গ্রেফতার না করা পর্যন্ত এই আন্দোলন চলবে। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-এর নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বাবুল সুপ্রিয় ৷ তখনই SFI ও অন্য সংগঠনগুলির বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ গো ব্যাক স্লোগান তুলে লাল-কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্ররা ৷ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্য আধিকারিকরা ঘটনাস্থানে গেলে তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাবুল সুপ্রিয় ৷ কে পি বসু মেমোরিয়াল হলের সামনে তাঁকে লক্ষ্য করে বোতল ও ইট ছোড়া হয় ৷ সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর গাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয় ৷ এর মাঝেই রাজ্যপালের কাছে পৌঁছান বাবুল সুপ্রিয় ৷ ওঠেন তাঁর গাড়িতে ৷ কিন্তু, বের হতে গেলে গাড়ি ঘিরে দেখানো হয় বিক্ষোভ ৷ পরে তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে যায় তাঁদের গাড়ি ৷
Be the first to comment