নাগরিকত্ব সংশোধনী আইন ইশু (২০১৯)-তে দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন বাবুল সুপ্রিয়৷ সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে দেশজুড়ে চলেছে প্রতিবাদ৷ বিক্ষোভে পুলিশের গুলি চলায় অসম ও উত্তরপ্রদেশে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন৷ এই প্রসঙ্গেই নদিয়ার রানাঘাটে একটি সভায় দিলীপ ঘোষ বলেন অসম, উত্তরপ্রদেশে আমাদের সরকার এই শয়তানদের কুকুরের মতো গুলি করে মেরেছে৷ তুলে নিয়ে গিয়ে কেসও দিয়েছে ৷ পশ্চিমবঙ্গেও একই নিয়ম প্রযোজ্য হবে বলেও মন্তব্য করে দিলীপ৷ এই মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ এই মন্তব্যের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই বলে একটি টুইটে উল্লেখ করেন বাবুল৷ পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলেও টুইট করেন তিনি ৷
দিলীপ ঘোষের মন্তব্যকে কল্পনাপ্রসূত বলে উল্লেখ করেছেন বাবুল তাঁর টুইটে ৷ বিজেপির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই এমনও বলা হয়েছে সেই টুইটে ৷
বাবুল লিখেছেন, ” যত বড় কারণই হোক অসমে এবং উত্তরপ্রদেশে বিজেপির সরকার কখনওই মানুষকে লক্ষ্য করে গুলি চালায়নি ৷ এটা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেছেন দিলীপ দা” ৷ রবিবার রানাঘাটে সংশোধিত নাগরিকত্ব আইন (২০১৯) -এর সমর্থনে প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ ৷ সেই সভাতেই তিনি মন্তব্য করেন, অসম-উত্তরপ্রদেশে বিক্ষোভকারীদের কুকুরের মতো গুলি করে মারা হয়েছে ৷ বাংলাতেও একইরকম আচরণ করা হবে ৷
বাবুলের মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, তিনি নিজের বক্তব্য থেকে সরে আসেননি ৷ তিনি ঠিকই বলেছেন ৷
Be the first to comment