গত, রবিবার বিকেল থেকে আচমকা অসুস্থতা বোধ করেন সঙ্গীত শিল্পী তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। বুকে ব্যথার পাশাপাশি অত্যধিক ঘামছিলেন মন্ত্রী। এরপর দেরি না করে গতকাল, সোমবার সকালেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন বাবুল। হাসপাতালে আসার পরেই তাঁর অ্যাঞ্জিওগ্রাম করেন চিকিৎসক সরোজ মন্ডল। সোমবার দুপুরে হাসপাতালের সূত্রে জানানো হয়, “ভ্যারিকোজ ভেইন আছে, তাই একটা ডপলার স্টাডি হবে। পেটে একটা ব্যথা আছে তাই একটা ইউএসজি করা হবে।”
রাজ্যের পর্যটন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় এখন স্থিতিশীল। সোমবার সন্ধেতেই হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। সংবাদ মাধ্যমকে বাবুল সুপ্রিয় জানান যে, “আর তিন মাস দেরি করলে স্টেন বসাতে হতে পারত! মনে হল চেক করিয়ে নেওয়া দরকার। এখন ভাল আছি, মেডিসিন দিয়েছে”। হাসপাতাল সূত্রে খবর, মাইনর করোনারি আর্টারি ডিসিজে আক্রান্ত বাবুল সুপ্রিয়। আপাতত তাঁকে রেগুলার চেকআপে ও মেডিক্যাল ম্যানেডমেন্টে থাকতে হবে।
Be the first to comment